চার কোটি টাকার ব্রাউন শুগার উদ্ধার
প্রায় চার কোটি টাকার মাদক উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তথ্যের ভিত্তিতে আজ ভোরে কালিয়াচক ১ ব্লকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতের ইমাম জায়গির গ্রামে হানা দেয় কালিয়াচক থানার পুলিশের একটি দল। সেই সময় লিচু বাগানে কয়েকজন কারবারি জড়ো হয়েছিল। গ্রামে পুলিশ আসার খবর পেয়ে এলাকা ছেড়ে পালায় কারবারিরা। বাগানে তল্লাশি চালিয়ে ২ কেজি ৫১৪ গ্রাম উন্নত মানের ব্রাউন শুগার উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, আজ ভোরে কালিয়াচকের একটি লিচু বাগানে অভিযান চালিয়ে আড়াই কিলোরও বেশি ব্রাউন শুগার উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার হওয়া ব্রাউন শুগারের আনুমানিক বাজারমূল্য চার কোটি টাকা৷ তবে ঘটনাস্থল থেকে কোনও মাদক কারবারিকে গ্রেফতার করা যায়নি৷ এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários