top of page

জাতীয় সড়কে লরি তল্লাশিতে মিলল কয়েক কোটি টাকার ব্রাউন শুগার

তিন কোটি টাকার ব্রাউন শুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হবে বলে জানান পুলিশসুপার।


Brown sugar worth around 3 crore seized in Malda
আটক করা ট্রাক থেকে উদ্ধার হয় ৩ কিলো ৩৭ গ্রাম ব্রাউন শুগার

গোপনসূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বাধাপুকুর মোড় এলাকা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয়। তথ্য অনুযায়ী একটি ট্রাককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩ কিলো ৩৭ গ্রাম ব্রাউন শুগার। গ্রেফতার করা হয় মান্নান শেখ ও শরিফ শেখ নামে দুই ব্যক্তিকে। মান্নান শেখের বাড়ি কালিয়াচকের বাবরবোনা গোলাপগঞ্জে। শরিফ শেখ শেরশাহী আলীপুরের বাসিন্দা।

পুলিশসুপার অলোক রাজোরিয়া জানান, বিহারের কাটিহার থেকে লরিতে ব্রাউন শুগার পাচার হচ্ছিল।

তিনি আরও জানান, সেই খবরের ভিত্তিতে মালদা শহর সংলগ্ন বাধাপুকুর মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে ওই লরিকে আটক করে। লরিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নীচ থেকে ৩ কিলো ৩৭ গ্রাম ব্রাউন শুগার বাজেয়াপ্ত করা হয়৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে লরির চালকের মাদক পাচারের সঙ্গে যোগাযোগ না থাকার তথ্য উঠে এসেছে। তবে এই ঘটনায় মান্নান শেখ ও শরিফ শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন শুগারের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।




মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন


টপিকঃ #ব্রাউনশুগার #মাদক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page