Search
বিএসএফের হাতে বাংলাদেশি আটক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 25, 2022
- 1 min read
সীমান্ত এলাকায় পাচারের অভিযোগে বিএসএফের হাতে আটক বাংলাদেশি সহ দুই। ধৃতদের নাম আসরাফুল হক (২৫) ও ইয়াকুব মালিক (২৪)। আসরাফুলের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আলালপুরে। ইয়াকুব দক্ষিণ দিনাজপুর তপন থানা এলাকার বাসিন্দা।
এদিন ভোরে গোরু চোর সন্দেহে দুই যুবককে ধরে ফেলে গ্রামবাসীরা। মারধর করে বিএসএফের ৪৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে তুলে দেওয়া হয় ওই দুই যুবককে। জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পারে ধৃতরা ফেনসিডিল পাচারের সঙ্গে যুক্ত। ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
[ আরও খবরঃ ধুলোয় মিশছে উইলিয়াম কেরির নীলকুঠির ইতিহাস ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires