২ হাজারে চোরা কারবারে জড়াচ্ছে বেকার যুবক
দুই কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করল বিএসএফ। উদ্ধার হওয়া গাঁজা সহ ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা চৌকি পান্নাপুর সীমান্ত থেকে দুই কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করে। ধৃত দুই যুবকের নাম হীরা মোহন (২২) ও বিশাল মণ্ডল (১৮)। ধৃতরা হবিবপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে দুই যুবক বিএসএফ কর্তাদের জানায়, কার্তিক মণ্ডল নামে এক ব্যক্তি তাদের উদ্ধার হওয়া পাচার করার দায়িত্ব দিয়েছিল। সীমান্ত এলাকায় গোপন জায়গায় গাঁজার ব্যাগ লুকিয়ে চলে আসার কাজ ছিল তাদের। সীমান্ত থেকে তা বাংলাদেশের কারবারী নিহার আলি সেই ব্যাগ নিয়ে যেত। প্রতিবার এই কাজের জন্য তাদের দুই হাজার টাকা করে দেওয়া হত।
১৫৯ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার হর্ষনন্দন যোশী জানান, কারবারীরা বেকার যুবকদের টাকার লোভ দেখিয়ে কারবারের সঙ্গে জড়িয়ে ফেলছে। সেই কারণেই বারবার যুবকদের সীমান্ত এলাকায় পাচার করতে গিয়ে ধরা পড়তে দেখা যাচ্ছে। সীমান্তে পাচার রুখতে বিএসএফ তৎপর রয়েছে।
[ আরও খবরঃ পাড় কাটছে ব্রাহ্মণী, ঘুম উড়েছে একাধিক পরিবারের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments