top of page

সীমান্তে গোরু পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ

Updated: Sep 21, 2020

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আট গোরু পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে।



বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বৈষ্ণবনগর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৮ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে বিএসএফ। ধৃতদের নাম মহম্মদ শাহাবুল, মনিরুল ইসলাম, সুজান আলি, বাকিম আলি, মহম্মদ আলি, রুবেল হোসেন, ইউসুফ খান ও আশিকুল শেখ। আশিকুল শেখের বাড়ি মালদা জেলার কালিয়াচকে, বাকিরা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page