Search
বিএসএফের জালে ফেনসিডিল সহ পাচারকারী
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 14, 2021
- 1 min read
৫০ বোতল ফেনসিডিল সহ এক চোরাচালানকারীকে গ্রেফতার করল বিএসএফ। গতকাল রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের চৌকি নওদা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, গতকাল রাতে আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের দিকে ছয়-সাতজন পাচারকারীদের পোটলা ব্যাগ সহ এগোচ্ছিল। জওয়ানদের আসতে দেখে চোরাচালানকারীরা ভারতীয় গ্রামের দিকে ছুটে যেতে শুরু করে। বিএসএফের জওয়ানরা তাড়া করে ৫০ ফেনসিডিল বোতল সহ একজনকে ধরে ফেলে।
ধৃতের নাম ফজরুদ্দিন মিয়াঁ। বাড়ি কালিয়াচকের খড়ি-বোনা এলাকায়। জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, ফজরুদ্দিন ফেনসিডিলের বোতলগুলি জেনারুল মিয়া নামে কালিয়াচকের এক কারবারির কাছ থেকে নিয়ে বাংলাদেশি চোরাকারবারি রসুল শেখকে হস্তান্তর করত। প্রতি ২৫ বোতল বাংলাদেশে পাচারের জন্য ১৫০০ টাকা করে পেত ফজরুদ্দিন। উদ্ধার হওয়া ফেনসিডিল ও কারবারিকে গোলাপগঞ্জ পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios