পাচার রুখতে সীমান্তে গুলি জওয়ানদের
পাচারকারীদের রুখতে ফের সীমান্তে চলল গুলি। পাচারকারীরা ধরা না পরলেও কয়েকটি গবাদি পশু উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। যদিও গুলি চালানোর কথা স্বীকার করলেন গবাদি পশু উদ্ধার হয়নি বলে বিএসেফের তরফে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের আদাডাঙা ও শোনঘাট গ্রামের মধ্যবর্তী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ভোরে সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা করে পাচারকারীরা। বিষয়টি নজরে আসতেই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করেন। কারবারীরা পালটা জওয়ানদের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষায় গুলি চালান জওয়ানরা। এরপরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় পাচারকারীরা।
বিএসএফ-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখ্য জনসংযোগ আধিকারিক এনকে পাণ্ডে জানান, প্রায় প্রতিদিনই মালদার কোনও না কোনও সীমান্ত এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটছে৷ বাংলাদেশি দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে গতকাল ভোরেও সীমান্তে পাহারারত জওয়ানরা শূন্যে গুলি চালিয়েছেন৷ এই ঘটনায় কেউ হতাহত হয়নি৷ পরিস্থিতি বেগতিক বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যায়৷ তবে ঘটনাস্থল থেকে কোনও গবাদি পশু উদ্ধারের ঘটনা ঘটেনি৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen