top of page

বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইট, জবাবে চলল গুলি

Updated: Sep 21, 2020

গোরু পাচার করতে গিয়ে বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। ১৩টি গোরু সহ আরও দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ।


Malda BSF

ফের গোরু পাচার রুখল বিএসএফ। আজ ভোরে মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ অঞ্চলের সুকদেপুর বিওপি ও সবদলপুর বিওপির মাঝামাঝি এলাকায় গোরু পাচারের চেষ্টা করে কিছু দুষ্কৃতী। নজরে পড়তেই দুষ্কৃতীদের তাড়া করে সীমান্তে টহলরত জওয়ানরা। জওয়ানদের লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। জবাবে গুলি চালায় জওয়ানরা। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পাচারকারীর। মৃত পাচারকারীর নাম রফিকুল শেখ। দুষ্কৃতীদের ধাওয়া করে ১৩টি গোরু ও দুই পাচারকারীকে আটক করে বিএসএফ। ধৃতদের আজ স্থানীয় পুলিশের মাধ্যমে জেলা আদালতে পেশ করা হয়েছে।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page