top of page

সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু গোরু পাচারকারীর

ফের বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গোরু পাচারকারীর। এদিন ভোরে কালিয়াচকের সবদুলপুর সীমান্তে বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর।


Cow Smuggling
সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু গোরু পাচারকারীর

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের সবদলপুরের সীমান্তে কর্তব্যরত জওয়ানরা কয়েকজন দুষ্কৃতীকে গোরু পাচারের চেষ্টা করতে দেখে। তাড়া করতেই বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। পালটা গুলি চালায় জওয়ানেরা। সেই গুলিতেই মৃত্যু হয় এক পাচারকারীর। মৃত পাচারকারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। মৃত পাচারকারীর বয়স আনুমানিক ২২ বছর। মৃতদেহটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। (#CowSmuggling)

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page