top of page

বোমা মজুত বালতি মাটিতে পোঁতা? চাঞ্চল্য পুখুরিয়ায়

বালতি ভরতি বোমা মাটিতে পোঁতা রয়েছে। এমনই অভিযোগে চাঞ্চল্য রতুয়া-২ ব্লকের শ্রীপুর ২ গ্রামপঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে দিয়েছে পুলিশ। তবে এনিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে কুমারগঞ্জ গণিপাড়ায় মাটিতে পোঁতা একটি বালতি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অনুমান, ওই বালতিতে বোমা মজুত করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এরপরেই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে দেয় পুখুরিয়া থানার পুলিশ।


Bucket-filled-bombs-are-planted-on-ground-panic-in-pukhuria
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে দিয়েছে পুলিশ

পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। সেখানে একটি বালতি পোঁতা রয়েছে বলে মনে হচ্ছে। আপাতত পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। আগামীকাল দিনের আলোয় বম্ব স্কোয়াড বিষয়টি খতিয়ে দেখবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page