top of page

শূন্যে গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন, হইচই জেলা জুড়ে

নৈশকালীন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে শূন্যে গুলি চালিয়ে। মানিকচক ব্লকের নুরপুর এলাকার টুর্নামেন্টের এই ভাইরাল ভিডিয়ো ঘিরে সকাল থেকে শোরগোল পড়েছে জেলা জুড়ে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের মালদা। তবে পুলিশি পদক্ষেপ থেকে পরিষ্কার ভিডিয়োয় যে ঘটনা দেখা যাচ্ছে তা বাস্তবেই ঘটেছে। ইতিমধ্যে চারটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত ধরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো গতকাল বিকেলেও নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে নৈশকালীন ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূলের একাধিক নেতা। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চারটি আগ্নেয়াস্ত্র থেকে পাঁচ রাউন্ড গুলি শূন্যে চালানো হচ্ছে। জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে ব্যবহৃত চারটি বন্দুক এবং সেগুলির লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে৷ এই ঘটনায় চার লাইসেন্স প্রাপক মনসুর আহমেদ খান, আমিনুর রহমান খান, আলকামা খান চৌধুরী এবং মহম্মদ বখতাওয়ার খানের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷


স্থানীয় বাসিন্দা তথা সিপিআইএম-এর জেলা কমিটির সদস্য দেবজ্যোতি সিনহা জানান, প্রতি বছর নেতাজি জন্মজয়ন্তীতে নুরপুরে ওই ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকালও সেই টুর্নামেন্ট হয়েছে। সেখানে বন্দুক থেকে শূন্যে গুলি ছুঁড়ে খেলার উদ্বোধন করা হয়েছে। সেই বন্দুক লাইসেন্স প্রাপ্ত হলেও এটা মেনে নেওয়া যায় না।



স্থানীয় বাসিন্দা তথা বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান, ভিডিয়োতে পরিষ্কার দেখা যাচ্ছে তিনজন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে৷ বন্দুকগুলির লাইসেন্স রয়েছে কিনা জানা নেই৷ তৃণমূলের লোকজনই ওই টুর্নামেন্টের আয়োজন করেছিল। তাদের মদতেই এই ঘটনা ঘটেছে। নিশ্চিতভাবে এই ঘটনা থেকে ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা এদের উপযুক্ত শাস্তি দাবি করছি৷


জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, নুরপুরের ভলিবল টুর্নামেন্টে গুলি ছোড়ার ঘটনায় পুলিশ ইতিমধ্যে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুকগুলি। নির্দিষ্ট ধারায় মামলাও রুজু করা হয়েছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page