top of page

অংশীদারের গুলিতে মৃত্যু ব্যবসায়ীর

মঙ্গলবার ভোরে বৈষ্ণবনগরের চামাগ্রামে গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। আক্রান্ত ব্যবসায়ী শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।



গুলিবিদ্ধ ব্যক্তির নাম সন্তোষ মণ্ডল (৩০)। বাড়ি বৈষ্ণবনগরের চামাগ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সাত মাস ধরে প্রতিবেশী সনাতন মণ্ডলের সঙ্গে ব্যবসা করতেন সন্তোষ মণ্ডল। সম্প্রতি তিনি আলাদা ব্যবসা করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে আজ ভোরে সন্তোষবাবুকে লক্ষ্য করে গুলি করে সনাতন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করে। এই ঘটনায় সনাতনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বৈষ্ণবনগর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page