Search
সমাজবিরোধী কার্যকলাপ, গুলিবিদ্ধ এক শ্রমিক
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 30, 2019
- 1 min read
Updated: Oct 27, 2020
সমাজবিরোধী কাজের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকায়। আক্রান্ত ব্যক্তি বর্তমানে মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
আক্রান্ত ব্যক্তি বর্তমানে মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন
আক্রান্ত ব্যক্তির নাম আক্রম আলি। পেশায় শ্রমিক। বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার সাজিরুদ্দিন সাদ্দার ও মোমিন চুরি, ছিনতাইয়ের মতো সমাজবিরোধী কাজে জড়িত। তাদের এই কুকর্মের প্রতিবাদ করেন আক্রম। গতকাল রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন আক্রম। অভিযোগ, সেই সময় আমবাগানের মধ্যে সাজিরুদ্দিন সাদ্দার ও মোমিন আক্রমকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি লাগে আক্রমের পিঠের ডানদিকে। সেখান থেকে কোনোরকমে বাড়ি পালিয়ে যায় আক্রম। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে নার্সিংহোমে ভরতি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। ঘটনার পর থেকেই অভিযু্ক্তরা পলাতক। তাদের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।
Comments