জমি বিবাদে রণক্ষেত্র ফুলবাড়িয়া, চলল বোমা-গুলি
জমি বিবাদকে কেন্দ্র করে সালিশি সভায় চলল বোমা-গুলি৷ ঘটনায় আহত হয়েছে প্রায় সাতজন৷ তাদের মধ্যে একজন মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনায় শাসকদলেরই দুই গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের ফুলবাড়িয়া গ্রামপঞ্চায়েতের নঘরিয়ায়।
গ্রামের এক বাসিন্দার জমি নিয়ে গোটা ঘটনার সূত্রপাত৷ সেই বিবাদ মেটাতে গ্রামে এর আগেও সালিশি সভা হয়েছে৷ গোটা ঘটনা নিয়ে আজ ফের গ্রামে সালিশি সভা বসে৷ সেই সভাতেই চলে বোমা-গুলি৷ এই ঘটনায় দাউদ শেখ নামে এক গ্রামবাসী গুরুতর আহত হয়েছে৷ বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। কমবেশি আহত হয়েছেন আরও পাঁচ-ছয় জন। জানা গিয়েছে, এক পরিবারের জমি বিবাদ মেটাতে সালিশি সভা বসে।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।
[ আরও খবরঃ মালদায় শুরু করোনা টিকাকরণ, প্রথম টিকা পেলেন কৃষ্ণা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios