পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাহত ব্যবসায়ী
পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাহত হলেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে মোথাবাড়ি থানার কাশিমবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত ব্যবসায়ীর নাম মাহেদুল শেখ(৩৮)। বাড়ি মোথাবাড়ি থানার রথবাড়ি পঞ্চায়েতের বালুয়াচড়া লক্ষীপুর গ্রামে। মাহেদুল সাহেবের বাড়িতেই আখ পেশায়ের মেশিন রয়েছে৷পার্শ্ববর্তী গ্রামের এক বাসিন্দা পালানু শেখের কাছে আখ পেশায়ের ৩০ হাজার টাকা পান মাহেদুল সাহেব৷ইদের পরে সেই টাকা শোধ করার কথা ছিল পালানুর৷গতকাল রাতে মাহেদুল সাহেব পালানুর বাড়িতে গিয়ে পাওনা টাকা চায়৷অভিযোগ, সেই সময় পালানু সঙ্গে থাকা ছুরি দিয়ে মাহেদুল সাহেবের বুকে ও কোমরে আঘাত করে৷ চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পালানু৷ স্থানীয়রা মাহেদুল সাহেবকে উদ্ধার করে প্রথমে বাঙীটোলা গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেলে ভর্তি করেন৷ গতকাল রাতেই মাহেদুল সাহেবের পরিবারের লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷
Comments