সামসীতে মুখোমুখি সংঘর্ষ দুই গাড়ির, মৃত দুই
টোটো এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই আহত তিন। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার সামসী এলাকার রাজ্য সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে সামসী স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি টোটো উত্তর দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টোটোর। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে মালদা মেডিকেল কলেজে রেফার করেন। মালদা মেডিকেল কলেজের চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা সেখানে চিকিৎসাধীন। এদিকে, ঘাতক গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে সামসী ফাঁড়ির পুলিশ।
[ আরও খবরঃ রাস্তা বন্ধ করে সভা সোহমের, সমালোচনায় বিরোধীরা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários