টানা তিন দিন গাড়ি বন্ধে নাজেহাল যাত্রীরা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 2, 2019
- 1 min read
Updated: Aug 14, 2020
এক চালককে মারধর করার প্রতিবাদে আন্দোলনে নামল ছোটো-বড়ো সমস্ত যানবাহনের চালক এবং খালাসিরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত তিনদিন ধরে ধর্মঘটে সামিল হয়েছেন তাঁরা। ফলে গত তিনদিন ধরে মালদার হবিবপুর ব্লকের আইহো-কলাইবাড়ি রুটে বন্ধ হয়ে রয়েছে সমস্ত যান চলাচল। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
হবিবপুর ব্লকের আইহো-কলাই বাড়ি প্রায় ১৫ কিলোমিটার রাস্তা। এই রাস্তায় প্রতিদিন প্রায় ছোটো বড়ো মিলিয়ে ১৫০টি গাড়ি এবং মোটরচালিত ভ্যান চলে প্রায় ১০০টি। টানা তিন দিন ধরে গাড়ি বন্ধ থাকায় নাজেহাল নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, গত শুক্রবার বিকেল ছ’টা নাগাদ শিশিরকলাই বাড়ি এলাকায় এক চালককে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। হবিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত চালক। অভিযোগের পরেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ বলে অভিযোগ তুলে ধর্মঘটে সামিল হয়েছেন চালকরা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে তাঁদের ধর্মঘট চলতে থাকবে বলেও জানান চালকরা।
প্রতীকী ছবি।
Comments