কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের হানা মালদায়
কয়লা পাচারকাণ্ডে মালদায় হানা সিবিআইয়ের। অবসরপ্রাপ্ত সিআইএসএফ জওয়ান শ্যামল সিংয়ের বাড়ি ও ফ্ল্যাটে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। খবর লেখা পর্যন্ত মালদা শহরের ১ নম্বর গভঃ কলোনি এলাকায় তল্লাশি অভিযান চলছে।
রতুয়ার কাহালার বাসিন্দা শ্যামল সিং (৫৭)৷ জানা যাচ্ছে, প্রাক্তন সিআইএসএফ জওয়ান বর্তমানে জমির ব্যবসায়ী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন। কলকাতার ভবানীপুর, আসানসোলের পুরাতন হাটেও তাঁর বাড়ি রয়েছে৷ মালদা শহরের ১ নম্বর গভর্নমেন্ট কলোনিতেও তাঁর একাধিক ফ্ল্যাট রয়েছে৷ এদিন সমস্ত জায়গায় অভিযান চালায় সিবিআই।
আজ সকালে প্রথমে রতুয়ার কাহালার বাড়িতে হানা দেয় চার সদস্যের সিবিআইয়ের দল৷ দুপুর একটা নাগাদ শ্যামলবাবুর গাড়ির চালককে নিয়ে তাঁরা মালদা শহরের ১ নম্বর গভঃ কলোনির ফ্ল্যাটে আসেন। পরে জানা যায়, শ্যামলবাবু বাড়ির পিছন দিকের দরজা দিয়ে বেরিয়ে অন্য একটি গাড়িতে করে মালদা শহরে এসেছেন। দুপুর আড়াইয়ে নাগাদ সিবিআই আধিকারিকরা শ্যামলবাবুর ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন৷
ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী জানান, সিবিআই শ্যামল সিংকে সঙ্গে নিয়ে তিনতলার ফ্ল্যাটে গিয়েছে৷ শ্যামল সিং এখানে থাকে না৷ মাঝেমধ্যে আসে, ফের চলে যায়৷ ও কী করে জানা নেই। তবে ফ্ল্যাটের কর্মীরা ছাড়া এখানে কেউ আসে না৷
স্থানীয় বাসিন্দা অভিষেক বসু জানান,
হঠাৎ করে দেখি, সিবিআইয়ের গাড়ি মধুবন্তী অ্যাপার্টমেন্টে এল৷ আমরাও কৌতুহলবশত এসেছি৷ শুনলাম, শ্যামল সিং নামে একজনের ফ্ল্যাটে সিবিআই হানা দিয়েছে৷ এই ঘটনায় আমরা অবাক৷ তবে শ্যামল সিং কে, আমরা জানি না৷ তাঁকে চোখেও দেখিনি৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti