নাবালিকা ধর্ষণ কাণ্ডে তদন্তে মালদায় সিবিআই
নাবালিকা ধর্ষণ কাণ্ডে তদন্তে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আজ দুপুরে মানিকচক ব্লকের জালালপুর এলাকায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন সিবিআই আধিকারিকরা। প্রায় ঘণ্টা খানেক ধরে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা।
উল্লেখ্য, গত জুন মাসে বছরের ৯ এর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে প্রতিবেশী প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য আজ দুপুরে চারজনের একটি প্রতিনিধি দল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। তবে ঘটনার তদন্তের জন্য সংবাদমাধ্যমকে কিছু জানাতে রাজি হননি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
[ আরও খবরঃ দেওরের সাহায্যে স্বামীকে নৃশংসভাবে খুন করল স্ত্রী ]
জেলা বিজেপির সহ-সভাপতি সন্তোষ কুমার মণ্ডল জানান, নাবালিকা ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্ত চালাচ্ছে। পরিবারের সাথে দেখা করে কথা বলেছে। রাজ্য পুলিশের প্রতি ভরসা না থাকায় তদন্তের দায়িত্বভার সিবিআই নিয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios