top of page

অবশেষে স্বস্তি, ২২ দিন পর চালু হল মালদা টাউন স্টেশনের সিসি ক্যামেরা

গত কয়েকদিন নিরাপত্তা ব্যবস্থার একাংশ ভেঙে পড়েছিল মালদা টাউন স্টেশনে। প্রায় ২০-২২ দিন ধরে বন্ধ ছিল মালদা টাউন স্টেশনের সমস্ত ক্যামেরা। স্বাভাবিকভাবেই স্টেশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে একথা ছড়িয়ে পড়লে দুষ্কৃতীদের উপদ্রব বাড়ার সম্ভাবনাও ছিল। সেকথা মাথায় রেখেই এই সংবাদ তুলে ধরেনি আমাদের মালদা। অবশেষে স্বস্তির খবর মিলেছে। চালু হয়েছে মালদা টাউন স্টেশনের সমস্ত সিসি ক্যামেরা। এখনও কিছু সিসি ক্যামেরার রেকর্ডিং নিয়ে সমস্যা রয়েছে। আজকালের মধ্যে সেই সমস্যাও মিটে যাবে বলে রেল সূত্রে খবর পাওয়া গিয়েছে।



রেল সূত্রে খবর, গত ২০-২২ দিন ধরে সফটওয়্যার জনিত সমস্যার কারণে বন্ধ হয়ে পড়েছিল মালদা টাউন স্টেশনের ৫২টি সিসি ক্যামেরা। ক্যামেরার কোনও লাইভ ফিড পাচ্ছিলেন না আরপিএস আধিকারিকরা। ক্যামেরার ফুটজ রেকর্ড হচ্ছে কিনা তাও জানার উপায় ছিল না। এই পরিস্থিতিতে মালদা টাউন রেলওয়ে স্টেশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে চালু হয়েছে মালদা টাউন স্টেশনের ৫১টি সিসি ক্যামেরা। এখনও সামান্য কিছু ক্যামেরার ফুটেজ রেকর্ডিং হচ্ছে না বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে। তবে দু-একদিনের মধ্যেও সেই সমস্যা মিটে যাবে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page