top of page

দোকান থেকে সরছে টিভি-ফ্রিজ, ধরা পড়ল ক্যামেরায়

  • Jan 9, 2020
  • 1 min read

তালা ভেঙে দোকান থেকে টিভি ফ্রিজ নিয়ে গেল ডাকাত


ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল মোথাবাড়ি থানার মিস্ত্রিপাড়া এলাকায়। ওই এলাকার একটি টিভি, ফ্রিজ ও মোবাইলের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। আজ সকালে দোকানের মালিক দেখেন দোকানের দরজার তালা ভাঙা। বেশ কিছু ফ্রিজ, টিভি, মোবাইল নিয়ে পালিয়েছে ডাকাতদল। খবর দেওয়া হয় মোথাবাড়ি থানার পুলিশকে।



মোথাবাড়ি থানার মিস্ত্রিপাড়ায় মাসিদুর রহমানের টিভি, ফ্রিজ ও মোবাইলের দোকান। আজ সকালে মাসিদুর সাহেব দোকান খুলতে গেলে ডাকাতির ঘটনা সামনে আসে। মাসিদুর সাহেবের দাবি, তিন বছর আগেও তাঁর দোকানে এরকম ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশে অভিযোগ জানানো হলেও ডাকাতি হওয়া জিনিসপত্রগুলি পাওয়া যায়নি। গতকাল আবার তাঁর দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ দোকান থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে গিয়েছে।

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page