সিসি ক্যামেরার ধরা পড়ল চুরি, চাঞ্চল্য ইংরেজবাজারে
তালা ভেঙে পীর মাজারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। সোমবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের বাগবাড়ি খোয়ার মোড় এলাকায়।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা পীর মাজারের গেটের তালা ভাঙা অবস্থায় দেখেন। তড়িঘড়ি ভেতরে গিয়ে দেখেন দানপাত্রের তালাও ভাঙা। উধাও সমস্ত টাকা। এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায়, রাত দুটো নাগাদ এক দুষ্কৃতী চাদর মুড়িয়ে তালা ভেঙে মাজারে ঢোকে। পরে দানপাত্রের তালা ভেঙে সমস্ত টাকা লুঠ করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই দানপাত্রে আনুমানিক ৪০ হাজার টাকা ছিল। বিষয়টি জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন স্থানীয় বাসিন্দারা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments