top of page

শহরে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনীর একটি কোম্পানি

ঘোষণা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আগামী মাসের ২৩ এপ্রিল মালদার দুটি আসনে হতে চলেছে নির্বাচন। এখনো বাকি প্রায় দেড় মাস। কিন্তু তার আগেই আজ মালদায় এসে পৌঁছাল এক কোম্পানি কেন্দ্রীয়বাহিনী। আজ থেকেই মালদা জেলার বিভিন্ন এলাকায় রোড মার্চ করবে এক কোম্পানির এই কেন্দ্রীয়বাহিনী। মালদা রেলওয়ে ইনস্টিটিউটে থাকবে এই কোম্পানির কেন্দ্রীয়বাহিনী। আজ মালদা জেলার মহদিপুর অঞ্চলের খাঁ, পিয়াজ বাড়ি সহ বিভিন্ন এলাকায় রোডমার্চ করে কেন্দ্রীয় বাহিনী।


মালদা জেলার মহদিপুর অঞ্চলের খাঁ, পিয়াজ বাড়ি সহ বিভিন্ন এলাকায় রোডমার্চ করে কেন্দ্রীয় বাহিনী

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page