top of page

অগ্নিকাণ্ডের পর বাজার পরিদর্শনে চেয়ারম্যান, ক্ষোভ প্রকাশ

দেশবন্ধু চিত্তরঞ্জন পুরবাজার পরিদর্শন করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। বাজার পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাজারের সুরক্ষা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন চেয়ারম্যান।


উল্লেখ্য, গতকাল রবিবার সকাল ১০টা নাগাদ বাজারের দোতলায় সঞ্জীব রজক নামে এক ব্যবসায়ীর দোকানের সামনে হঠাৎ করে আগুন দেখেন ব্যবসায়ীরা। খবর দেওয়া হল দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় চিকিৎসার জন্য দিল্লিতে ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। সোমবার সকালে মালদায় নেমেই প্রথমে বাজার পরিদর্শনে যান তিনি। কি কারণে আগুন তা খতিয়ে দেখেন তিনি।



তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুরবাজারের সংস্কার হয়নি। সেই কারণে বাজার জতুগৃহ হয়ে রয়েছে। বাজারের ইলেকট্রিক তার ভয়ানক অবস্থায় রয়েছে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। পাশাপাশি অনেক ব্যবসায়ী নির্দিষ্ট দোকানঘর থেকে বাইরে এসে ব্যবসা করছেন। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। সমস্ত বিষয়গুলি নিয়ে তিনি চেম্বার অব কমার্স ও পুরসভার বোর্ডের সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেবেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page