top of page

বডি বিল্ডিংয়ে নাম উজ্জ্বল করলেন চাঁচলের মহিলা স্বাস্থ্যকর্মী

মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান পেলেন চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী লিপিকা দেবনাথ। তিনি ত্রিপুরার বাসিন্দা হলেও কর্মসূত্রে মালদায় থাকেন। গত আট মাস ধরে মালদা শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি জিমে বডি বিল্ডিংয়ের প্রশিক্ষণ নিচ্ছিলেন।


উত্তরবঙ্গে এই প্রথম কোনো মহিলা যিনি মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ হয়েছেন। শনিবার দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় জিম কর্তৃপক্ষ তাঁদের সংবর্ধনা জানায়। লিপিকা জানান, তিনি সরকারি কর্মচারী হলেও বডি বিল্ডিং তাঁর শখ। সেই শখ পূরণ করতেই তিনি জিমে যোগ দেন। কয়েকদিন আগে মহারাষ্ট্রে বেশ কিছু ক্যাটাগরিতে প্রতিযোগিতায় হয়। সেখানে একটি বিভাগে তিনি ষষ্ঠ স্থান অধিকার করেছেন।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page