চাঁচলে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ধৃত দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে তিন দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।
চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, গতকাল রাতে পেট্রোলিং চলাকালীন এক সন্দেহজনক ব্যক্তিকে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। এরপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম চাঁদ (৩৫)। বাড়ি চাঁচলের ডারকিনারা এলাকায়। ধৃতের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের তিনদিনের পুলিশি হেফাজতের আবেদনে ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ সদ্যোজাতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, ক্ষোভ মালদা শহরে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários