রাস্তা দখল করে বেআইনি পার্কিং, যানজটে সমস্যায় চাঁচলবাসী
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 12, 2020
- 1 min read
জাতীয় সড়ক, রাজ্যসড়ক দখল করে দাঁড়িয়ে রয়েছে বাস, ট্যাক্সি, অটো। রাস্তা আটকেই চলছে যাত্রী ওঠানো নামানো। রাস্তার ধারের ফুটপাথগুলি অস্থায়ী দোকানদারদের কবলে। ফলস্বরূপ নিত্যদিনের যানজটে ভুগতে হচ্ছে চাঁচলবাসীদের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি পার্কিংয়ের জেরে নিত্যদিনের যানজট এড়াতে প্রশাসনের কোনও ভূমিকা নেই। একসময়ে চাঁচল শহরকে যানজট মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। শহরে ঢুকতে রাস্তার ধারে ধারে বসানো হয়েছিল গার্ডওয়াল, ব্যারিকেড। বর্তমানে সেসব ভেঙে গিয়েছে। চাঁচল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যানজট এড়াতে অটো, টোটো, ভুটভুটি সহ সমস্তরকম যানবাহনের চলাচলের পথ ঠিক করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে সেই মহকুমা প্রশাসনের সেই নির্দেশিকা কেউ মানছে না। ফলে রাস্তায় নেমে সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের নজরদারির অভাবেই এই ঘটনা ঘটছে।
চাঁচলের মহকুমাশাসক সব্যসাচী রায় জানান, যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments