top of page

দুঃস্থ ও মেধাবী ছাত্রের পাশে পুলিশ, প্রশংসা চাঁচলে

দুঃস্থ ও মেধাবী ছাত্রের পাশে দাঁড়াল চাঁচল থানার পুলিশ। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে মঙ্গলবার সারা রাজ্যের সাথে মালদা জেলার বিভিন্ন থানায় পুলিশ দিবস পালন করা হচ্ছে। পুলিশ দিবসে চাঁচল থানার আইসি এলাকার দুঃস্থ ও মেধাবী ছাত্রের হাতে পাঠ্যপুস্তক সহ খাতা-কলম তুলে দিলেন।


Chanchal police help three poor students
পুলিশ দিবসে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক সহ খাতা-কলম তুলে দিল চাঁচল থানা

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান,


মালদা জেলা পুলিশ বরাবরই মানুষের সাথে পাশে দাঁড়িয়ে কাজ করেছে। করোনা মহামারি বিরুদ্ধে জেলার পুলিশকর্মীরা যুদ্ধ করে চলেছেন। আমরা আজ চাঁচল থানার উদ্যোগে এলাকার কাপসিয়া গ্রামের তিন দুঃস্থ মেধাবী ছাত্রের হাতে পাঠ্যপুস্তক সহ খাতা কলম বিতরণ করেছি। এদের মধ্যে দু’জন প্রথম বর্ষের ছাত্র ও একজন মাধ্যমিকের ছাত্রী।



করোনা আবহে চাঁচল থানার পুলিশ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তার প্রশংসা করছেন স্থানীয়রাও। স্থানীয়দের দাবি, পুলিশ প্রথম থেকেই মানুষের পাশে রয়েছে। আজ চাঁচল থানার পুলিশ ফের তা প্রমাণ করে দিল।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page