ষষ্ঠদিনে জানিপুরে আরও ছয় বোমা, গ্রেফতারও ছয়
গত ৪ জুন দুই গোষ্ঠীর বিবাদে ব্যাপক বোমাবাজি হয় চাঁচলের জানিপুরে। সেই ঘটনার ছয়দিন পর ওই এলাকা থেকে আরও কিছু বোমা উদ্ধার করল পুলিশ। চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে আজ উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।
উল্লেখ্য ওই দিন জমি নিয়ে বিবাদের জেরে খুন হন তৃণমূল কর্মী। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে বোমা বিস্ফোরণেরও অভিযোগ উঠে। সেদিন বিকেলে আরও একটি দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার ছয় দিন পর ওই এলাকা থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাসের উপস্থিতিতে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। ওই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Comentários