চাঁচলে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই
আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে চাঁচল থানার পুলিশ দুই গ্রামে হানা দিয়ে দুটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের নাম মারুপ আলি (৩০) ও অনুপ মালো (২০)। মারুপের বাড়ি চাঁচলের মতিহারপুরের বাকিপুরে। অনুপ চাঁচলের পাহাড়পুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপের বিরুদ্ধে এর আগেও চাঁচল থানায় ডাকাতির মামলা রয়েছে। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות