top of page

চা বানাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু মহিলার

বাড়ির উনুনে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলা চাঁচল থানার খরবা অঞ্চলের শক্তিহার গ্রামের বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে।


Chanchal Woman died in the fire while making tea
উনুনে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু মহিলার। প্রতীকী ছবি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রিজিয়া বেওয়া। বয়স ৪৫ বছর। মঙ্গলবার বাড়ির উনুনে চা বানাতে গিয়ে হঠাৎ মহিলার কাপড়ের আগুন লাগে। এই ঘটনায় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন মহিলা। বাড়িতে সেসময় কেউ ছিল না। তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠান হয়।



পুলিশ ও গ্রামবাসী সূত্র থেকে আরও জানা যায়, সাত বছর আগে মহিলার স্বামী মারা যান। দিনমজুরের কাজ করে একমাত্র ছেলেকে নিয়ে সংসার চালাতেন। ওই মহিলার মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

تعليقات


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page