অনির্দিষ্টকালের জন্য চাঁচল-মালদা রুটে বাস চলাচল বন্ধ!
বেসরকারি বাসের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ। তার জেরে বেসরকারি বাসের চালককে হেনস্থা করা হয়। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য চাঁচল-মালদা রুটের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল চাঁচল বাস ও মিনিবাস পরিবহন সমিতির শ্রমিকরা।
জানা গেছে, এদিন দুপুরে মালদা থেকে চাঁচলগামী একটি বেসরকারি বাসের সঙ্গে চাঁচল নজরুল টার্মিনাসের সামনে একটি বাইকের সাথে সংঘর্ষ হয়। অভিযোগ, সেই সময় অপর এক ব্যক্তি ও বেসরকারি বাস চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর বাসের চাবি কেড়ে নেয় কিছু মানুষজন। এরই প্রতিবাদে আজ দুপুর থেকে চাঁচল-মালদাগামী সমস্ত বেসরকারি বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাসকর্মীরা।
Comments