Search
চাঁচলে বোমাবাজি, ভোটারদের বুথে যেতে বাঁধা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 23, 2019
- 1 min read
Updated: Sep 18, 2020
উত্তর মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রের ২১৬ নম্বর বুথের বাইরে ব্যাপক হারে বোমাবাজি ও গুলি চলে। তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
উত্তর মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রের কলিগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৭৩ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনার ছবি তুলছিলেন সাগর রায় নামে এক বিজেপি কর্মী। তাঁকে ছবি তুলতে বাধা দেওয়া হয়। তারপর চলে ব্যাপক মারধর, ধারালো অস্ত্রের কোপে তাঁর মাথা ফেটে যায়। বর্তমানে তিনি চাঁচল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
Comments