top of page

মালদায় এসে বিক্ষোভের মুখে আরজিকরের প্রাক্তন বিভাগীয় প্রধান

মালদা মেডিকেলে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে আরজিকর মেডিকেলের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। যোগদান না করেই ফিরতে হল তাঁকে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সাফ দাবি, এই পরিস্থিতিতে আরজিকরের কোনও অধ্যাপককে যোগদান করতে দেওয়া হবে না। তবে ঘটনা প্রসঙ্গে অরুণাভবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আরজিকর মেডিকেলে যুবতিকে ধর্ষণ ও খুনের ঘটনার পর গত ২১ অগাস্ট চেস্ট ও মেডিসিন বিভাগীয় প্রধানকে মালদা মেডিকেলে বদলির নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন। এই নির্দেশিকা জারির পরেই মালদা মেডিকেলের চিকিৎসক পড়ুয়ারা সাফ জানিয়ে দেন, ওনাকে মালদা মেডিকেলে যোগদান করতে দেওয়া হবে না। মালদা মেডিকেল আবর্জনা ফেলার জায়গা নয়। এমনকি প্রয়োজনে মালদা মেডিকেলে তালা মেরে দেওয়ার কথাও বলেন তাঁরা। আজ দুপুরে মালদা মেডিকেলে যোগদান করতে আসেন অরুণাভবাবু। তাঁকে দেখেই মালদা মেডিকেলের প্রিন্সিপ্যালের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনরত চিকিৎসকরা পড়ুয়ারা। খবর পেয়ে মেডিকেলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশও।



এনিয়ে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিক্ষোভকারী চিকিৎসক পড়ুয়ারা। তবে মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, অরুণাভবাবু জয়েনিং অর্ডার নিয়ে মালদা মেডিকেলে কাজে যোগদান করতে এসেছিলেন। কিন্তু তিনি যোগদান করতে পারেননি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page