১২ ঘণ্টার বনধ মানিকচকে, বিদ্যুৎ বিভ্রাটের জের
বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অবরোধ জেরে রণক্ষেত্র পরিস্থিতি মালদার মানিকচকে। প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পরে সরাসরি সংঘর্ষ বেধে যায় বলে অভিযোগ। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে উলটে দেওয়া হয়। সংঘর্ষে আহত হন থানার আইসি সহ দুই পক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে নামানো হয় রাপিড অ্যাকশন ফোর্স।
জুলাই মাসের মধ্যবর্তী সময়ে তীব্র গরম জেলা জুড়ে। তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করলেও আর্দ্রতার কারণে তা মনে হচ্ছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে টানা ১০ দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গরমের মধ্যে মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে সারাদিনে ঠিকমতো এক ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। প্রতিবাদে গতকাল তাঁরা স্থানীয় বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক বিক্ষোভকারীকে মারধর করে বিক্ষোভ তুলে দেওয়া হয়। সেই ঘটনার পর থেকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছিল স্থানীয় বাসিন্দাদের।
বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে আজ এনায়েতপুর, মোহনা সহ একাধিক জায়গায় মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা৷ খবর পেয়ে সেই অবরোধ তুলতে যায় পুলিশ৷ তখনই গতকালের রোষ আছড়ে পড়ে পুলিশের উপর৷ অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দিয়ে শুরু হলেও বিবাদ সংঘর্ষে পৌঁছে যায়। পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালান ক্ষিপ্ত জনতা। পরে সেই গাড়ি উলটে দেওয়া হয়। সংঘর্ষে মাথা ফেটে যায় মানিকচক থানার আইসি সহ কয়েকজনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। পুলিশ গুলিতে কয়েকজন আহত হন। আহতদের তড়িঘড়ি মালদা মেডিকেলে ভরতি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশসুপার প্রদীপকুমার যাদব।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ এই ঘটনায় দু’পক্ষের কয়েকজন আহত হয়েছেন৷ গোটা ঘটনা খতিয়ে দেখে পুরো বিষয়টি নিয়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে।
ঘটনাপ্রসঙ্গে সিপিআইএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহা জানান, প্রায় দুই মাস ধরে গোটা মানিকচক ব্লক জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট চলছে৷ বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে আজ এনায়েতপুর, মোহনা, শোভানগর, মানিকচক সহ প্রায় ১০ জায়গায় পথ অবরোধ করে ক্ষুব্ধ মানুষজন৷ এনায়েতপুরে উন্মত্ত জনতাকে পুলিশ নিয়ন্ত্রণ না করতে পেরে গুলি চালিয়েছে৷ গুলিতে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি৷ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের গুলিচালনার প্রতিবাদে সিপিআইএমের তরফে আগামীকাল মানিকচকে ১২ ঘণ্টার বনধ ডাকা হচ্ছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments