টিকা নিতে ভোর থেকে লাইন, হয়রানির অভিযোগ রতুয়ায়
করোনার তৃতীয় ঢেউয়ের আগে টিকা নিতে মরিয়া আমআদমি। সেই সময়ই করোনার টিকা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে রতুয়ার বাসিন্দাদের। অভিযোগ, ভোররাত থেকেও লাইন দিয়ে মিলছে না টিকা। দিনের পর দিন ঘুরে যেতে হচ্ছে বহু মানুষকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রতুয়ার আড়াইডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন ৬০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে। সেই কারণেই টিকা নিতে লাইন পড়ছে ভোররাত থেকে। ভোর থেকে লাইন দেওয়ার পরও টিকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে বহু মানুষকে। এনিয়ে আজ দুপুরে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকেন টিকা নিতে আসা উপভোক্তারা।
এক উপভোক্তার অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্রে টিকাকর্মীরা সময় মতো আসছেন না। সকাল থেকে লোকজন দাঁড়িয়ে আছে। সকাল সাড়ে এগারোটার সময়ও কর্মীরা আসেননি। দিনের পর দিন টিকা নিতে এসে ঘুরে যেতে হচ্ছে। টিকাকরণের নামে আমআদমিকে হেনস্তা করা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires