top of page

চলন্ত ট্রেন থেকে চুরির অভিযোগে ধৃত যুবক

প্রায় তিন মাস ধরে চলন্ত ট্রেন থেকে যাত্রীদের বিভিন্ন জিনিস চুরির অভিযোগ উঠছিল৷ এনিয়ে মালদা জিআরপি থানায় একাধিক অভিযোগও দায়ের হয়েছে৷ কিন্তু দুষ্কৃতীদের ধরতে পারেনি রেল পুলিশ৷ একই দশা আরপিএফ-এরও৷ এবার যাত্রীরাই এক দুষ্কৃতীকে ধরে আরপিএফ-এর হাতে তুলে দিয়েছেন৷ মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন৷ সোমবার ঘটনাটি ঘটেছে ১৩১৮৯ শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেসে৷


বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেনে চুরির ঘটনা ঘটছিল৷ মূলত পাকুড় থেকে ফরাক্কার মধ্যে এই ঘটনা ঘটছিল৷ এনিয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভও জমছিল যাত্রীদের৷ মূলত বাতানুকূল কামরাগুলিকেই টার্গেট করে দুষ্কৃতীরা৷ শনিবার রাতেও ১৩১৫৩ শিয়ালদা থেকে মালদা টাউনগামী গৌড় এক্সপ্রেসের এসি থ্রি টিয়ার কামরায় এক কলেজ ছাত্রীর মোবাইল ফোন, কলেজের পরিচয়পত্র সহ কিছু টাকা খোওয়া গিয়েছে৷ তার আগের দিন ওই ট্রেনের এসি টু টিয়ার কামরা থেকে এক যাত্রীর মালপত্র সহ গোটা ট্রলিব্যাগই হাপিস করে দেয় দুষ্কৃতীরা৷ রবিবার ফের তারা হানা দেয় শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেসের এসি ইকোনমি থ্রি টিয়ার বিই-১ নম্বর কামরায়৷


প্রতীকী ছবি।

ওই ট্রেনের যাত্রী সৌরভ আগরওয়াল জানাচ্ছেন, “তখন শেষ রাত৷ কামরার প্রায় সবাই ঘুমোচ্ছেন৷ পাকুড় ছাড়ার পরই কামরায় বহিরাগত কয়েকজনকে দেখা যায়৷ খানিক পরই চোর চোর আওয়াজ ওঠে৷ দেখা যায়, এক যাত্রী এক যুবককে জিনিস চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলেছেন৷ ওই যুবকটি তার হাতে থাকা ব্লেড এদিক ওদিক চালাচ্ছে৷ ব্লেডের আঘাতে এক যাত্রীর হাতের আঙুল কেটে যায়৷ সঙ্গে সঙ্গে কামরার সবাই একজোট হয়ে ওই যুবককে ধরে ফেলেন৷ খবর দেওয়া হয় ট্রেনে কর্মরত নিরাপত্তারক্ষীদের৷ তাঁরা এসে যুবকের ব্যাগে তল্লাশি চালান৷ বেরিয়ে আসে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং একটি সোনার আংটি৷ ওই যুবককে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়৷ ট্রেন মালদা স্টেশনে এলে জিআরপি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়৷”


আরপিএফ-এর মালদা স্টেশন ইউনিটের এক আধিকারিক জানিয়েছেন, “ঘটনাটি সত্যি৷ ওই যুবককে জিআরপি থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷ তার হেফাজত থেকে উদ্ধার হওয়া সামগ্রীও জিআরপি থানায় জমা দেওয়া হয়েছে৷ রেল পুলিশই পরবর্তী পদক্ষেপ করবে৷” এদিকে জিআরপি থানার তরফে গোটা ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page