top of page

সভাপতির উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মালদায় এসেছেন সংসদ সভাপতি। তাঁর উপস্থিতিতেই পরীক্ষাকেন্দ্রে উত্তেজনা। কেন্দ্রের গেটে তল্লাশি চালানোর সময় শিক্ষকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ পরীক্ষাদের একাংশের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ৩ নম্বর ব্লকের চামাগ্রাম হাইস্কুলে৷ ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সভাপতিও।


বুধবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নির্দিষ্ট সময়ে চামাগ্রাম হাইস্কুলের গেট খোলা হয়। পরীক্ষারাও কেন্দ্রে আসতে শুরু করেন। দপ্তরের নির্দেশে পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক পরীক্ষার্থীকে চেক করা হচ্ছিল। অভিযোগ, সেই সময় পরীক্ষার্থীদের একাংশ প্রতিবাদ করে ঝামেলা শুরু করে। এমনকি কয়েকজন শিক্ষককে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, চামাগ্রাম হাইস্কুলে একটু সমস্যা হয়েছে বলে শুনতে পেয়েছি৷ ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছি৷ প্রাথমিক রিপোর্ট দ্রুত তলব করা হয়েছে৷ শুনেছি, ওই কেন্দ্রে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে দু’জনের আঘাত একটু বেশি৷ প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পরীক্ষা কেন্দ্রের গেটে তল্লাশি চালানোর সময় এই সমস্যা হয়েছে৷ ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page