top of page

আবাসের তালিকায় মৃত ব্যক্তির নাম, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

এবার আবাস যোজনার তালিকায় মৃত ব্যক্তির নাম থাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। মৃত ওই ব্যক্তি তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার ভাসুর। এনিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যদিও তৃণমূলের দাবি, সার্ভেতে কিছু ভুল থাকায় মৃত ব্যক্তির নাম তালিকায় রয়ে গিয়েছে। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সাইরা গ্রামের৷


রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবাস যোজনার তালিকায় গড়মিলের অভিযোগ আসছে। বাদ যায়নি মালদা জেলাও। বৃত্তশালীদের নাম তালিকায় ওঠার পর এবার মৃত ব্যক্তির নাম আবাস যোজনার তালিকায় থাকার অভিযোগ উঠেছে। এনিয়ে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী রাজীব মিয়াঁ।



তিনি জানান, ৩০ নভেম্বর পর্যন্ত আবাস যোজনার তালিকায় তাঁর নাম ছিল। এরপর তালিকা থেকে আমার নাম কেটে দেওয়া হয়। আমাদের পঞ্চায়েত সদস্য আর প্রধান আমার নাম তালিকা থেকে কেটে দিয়েছে বলে খবর পাচ্ছি। যারা আগেও আবাস যোজনার সুবিধে পেয়েছে এবারও তালিকায় তাদের নাম রয়েছে। শুধু তাই নয়, পঞ্চায়েত সদস্য, তার প্রয়াত ভাইয়ের নামও তালিকায় রয়েছে। তার বাড়ির ছাদ পাকা না হলেও বাকি অংশ পাকা। ১০০ বিঘা জমির মালিকের নামও আমরা তালিকায় দেখতে পেয়েছি। এসবের প্রতিবাদে ব্লক প্রশাসনকে অভিযোগ জানিয়েছি।


সুলতানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মা মণ্ডল জানান, তৃণমূলের জন প্রতিনিধিদের অনেকেই দুস্থ পরিবার থেকে উঠে এসেছেন। তাঁদের অনেকেই আবাসের ঘর পাওয়ার যোগ্য। এই ঘর যে কোনও দলের লোকজন পেতে পারে। আবাসের তালিকা, সার্ভে সবই ব্লক প্রশাসনের তরফে করা হয়। তালিকায় কি হয়েছে, কেন হয়েছে তা ব্লক প্রশাসনের আধিকারিকরা বলতে পারবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page