top of page

পুলিশ সুপারের অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার, সভাধিপতিকে গো-ব্যাক শ্লোগান

বামফ্রন্টের ছাত্র, যুব ও মহিলা মোর্চার পুলিশ সুপারের অফিস অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেড ভেঙেও পুলিশ সুপারের দপ্তরে পৌঁছতে না পেরে অবরোধ করে বিক্ষোভ। অবরোধের মুখে পড়েন জেলা পরিষদের সভাধিপতিও। তৃণমূলি সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের গাড়ি ঘিরে চলতে থাকে গো-ব্যাক শ্লোগান।


বুধবার দুপুরে বামফ্রন্টের ছাত্র, যুব ও মহিলা মোর্চার ডাকে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে শুরু হয় পুলিশ সুপারের অফিস অভিযান। মিছিলে পা মেলান ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ, এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সভাপতি প্রণয় কার্য্যী সহ জেলা নেতৃত্বরা। পুলিশ সুপারের দপ্তরের সামনে এক জোড়া ব্যারিকেড ভেঙে বাঁশের বিশালাকৃতি বাধার মুখে পড়ে পিছু হটতে হয় বাম কর্মী-সমর্থকদের। এরপর সকলে মিলে গৌড়রোড় মোড়ে অবরোধ করেন। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের গাড়ি। তাঁর গাড়িকে ঘিরে চলতে থাকে শ্লোগান। বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে ফিরতে হয় তাঁকে। পরে কয়েকজন প্রতিনিধি পুলিশসুপারকে ডেপুটেশন দিলে অবরোধ তুলে নেওয়া হয়।



মীনাক্ষী বলেন, পুলিশি নিষ্ক্রীয়তার প্রতিবাদে আজ ছাত্র, যুব, মহিলা মিলে আমরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে এসেছিলাম। পুলিশ সুপার কেন ব্যারিকেড দিলেন, কেন অত বড়ো বাঁশের ব্যারিকেড তৈরি করেছেন আমরা জানি না। প্রতিবাদে আমরা অবরোধ করছি। আমাদের ডেপুটেশন কপি তৈরি আছে। যদি ওনাদের দক্ষতা, যোগ্যতা ও সাহস থাকে তবে ওনারা আমাদের সঙ্গে কথা বলবেন। পুলিশ সুপাররা কি মানুষের জন্য রয়েছেন, নাকি পুলিশ সুপার তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন?


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page