ভরাট রুখতে চাতরা বিল পরিদর্শন তদন্ত কমিটির
মাটি মাফিয়াদের দাপটে দিনের পর দিন ভরাট হয়ে যাচ্ছে চাতরা বিল। এনিয়ে গ্রিন ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। চাতরা বিল ভরাট রুখতে বিভিন্ন দফতরের প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছিলেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া।
অবশেষে আজ চাতরা বিল পরিদর্শন করে ওই তদন্ত কমিটি। এই তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন রাজ্য সরকারের প্রিন্সিপ্যাল সেক্রেটারি নীলম মীনা। প্রথমে ওই তদন্তকারী দল জেলা প্রশাসনিকভবনে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে। পরে ইংরেজবাজার পুরসভার ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে চাতরা বিল পরিদর্শনে যায়। তবে এনিয়ে জেলা প্রশাসন কিংবা ওই তদন্তকারী দলের সদস্যরা কোনও মন্তব্য করতে রাজি হননি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti