top of page

শিশু বদলের অভিযোগ, মালদা মেডিকেলে উত্তেজনা

সদ্যোজাত শিশু বদলের অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল মালদা মেডিকেল কলেজে। আজ ওই পরিবারের পক্ষ থেকে মেডিকেল সুপারকে অভিযোগ জানানো হয়েছে।


মেডিকেল সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের জালালপুরের বাসিন্দা রবি চৌধুরির স্ত্রী চুমকিদেবী গতকাল বিকেলে প্রসব যন্ত্রণা নিয়ে মালদা মেডিকেল কলেজে ভরতি হন। অভিযোগ, সন্ধে নাগাদ মেডিকেলের পক্ষ থেকে তাঁদের জানানো হয় তাঁদের পুত্র সন্তান হয়েছে। এরপর রাত নটা নাগাদ মেডিকেলের পক্ষ থেকে তাঁদের আবার জানানো হয় তাঁদের কন্যা সন্তান হয়েছে। এরপরেই বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজন। খবর পেয়ে মালদা মেডিকেলের মাতৃ মা বিভাগের সামনে ছুটে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডাক্তার পূণ্যজয় সাহা।



ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বিশেষ টিম এসে পরীক্ষা করে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেবে। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ওই পরিবারের সদস্যরা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page