চৌবাচ্চায় পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 31, 2023
- 1 min read
জল ধরে রাখার চৌবাচ্চায় পড়ে মৃত্যু হল আড়াই বছরের শিশুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোটো কাদিরপুর গ্রামে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

মৃত শিশুর নাম শিবরাজ মণ্ডল৷ বাবা দীপক মণ্ডল পেশায় ব্যবসায়ী৷ সম্পন্ন পরিবার৷ দীপকবাবুর তিন ছেলেমেয়ে। শিবরাজ সবচেয়ে ছোটো ছেলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে দীপকবাবু বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেই সময় শিবরাজ মায়ের কাছে কলা খেতে চায়। তাঁকে কলা দিয়ে পুজোয় ব্যস্ত হয়ে পড়েন দীপকবাবুর স্ত্রী। কলা খেতে খেতে শিবরাজ বাইরে সাবমার্সিবল পাম্পের জল ধরে রাখার চৌবাচ্চার সামনে চলে যায়। অসাবধানতাবশত সেই চৌবাচ্চায় পড়ে যায় শিবরাজ। সেই ঘটনা দেখতে পেয়ে এক মেয়ে দীপকবাবুকে বিষয়টি জানায়। দীপকবাবুর স্ত্রী জলে ঝাঁপ দিয়ে শিবরাজকে উদ্ধার করেন। তড়িঘড়ি শিবরাজকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শিবরাজকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários