top of page

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল চার বছরের এক শিশুর। বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির বেশিরভাগ অংশ। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের যদুপুর নয়াগ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত শিশুর নাম তাবরেজ আনসারি (৪)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল আটটা নাগাদ হঠাৎ হাবিবুর শেখের বাড়িতে বিস্ফোরণ হয়। সেই সময় রান্নাঘরে একাই খেলছিল তাবরেজ। বিস্ফোরণে ভেঙে পড়ে বাড়ির একাংশ। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাবরেজকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।


তাবরেজের ঠাকুরদা জাসাদুল হক জানান, সকালে তিনি খাবার খেয়ে বাজার চলে যান। বাজারেই খবর পান, রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তাবরেজ গুরুতর আহত হয়েছে। বাড়িতে এসে দেখেন ততক্ষণে তাবরেজকে নিয়ে পুলিশ হাসপাতালে চলে গিয়েছে। সেখান থেকে তাবরেজকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page