top of page

ঝাড়খণ্ড থেকে নৌকায় বউ নিয়ে ফেরার পথে গঙ্গায় তলিয়ে গেল বাচ্চা

নৌকায় বরযাত্রীদের সঙ্গে ঝাড়খণ্ড থেকে ঘরে ফেরার পথে গঙ্গায় তলিয়ে মৃত্যু হল এক কিশোরের৷ গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটেছে কালিয়াচক ও ঝাড়খণ্ডের মধ্যে গঙ্গার নো ম্যানস ল্যান্ডে৷ আজ সকালে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা৷ এই ঘটনায় ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে৷



এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য কার্যকরী সভাপতি ও সর্বভারতীয় সংখ্যালঘু অর্গানাইজেশনের সভাপতি নাসির আহমেদ বলেন, গতকাল মোথাবাড়ির নসরতটোলা গ্রামের একটি দল ঝাড়খণ্ডে বিয়ে করতে গিয়েছিল৷ সন্ধের সময় তারা বউ নিয়ে নৌকায় গ্রামে ফিরছিল৷ হঠাৎ অসতর্ক অবস্থায় একটি বাচ্চা নৌকা থেকে পড়ে যায়৷ কেউ কিছু বোঝার আগে গঙ্গায় তলিয়ে যায় সে৷ তার নাম জনি শেখ৷ নসরতটোলা গ্রামেই তার বাড়ি৷ তারা প্রথমে ঝাড়খণ্ড ও মোথাবাড়ি থানায় যোগাযোগ করে৷ কিন্তু জায়গাটি ঝাড়খণ্ডের দিকে থাকায় মোথাবাড়ি থানার পুলিশ জনিকে উদ্ধার করতে কোনও ব্যবস্থা নিতে পারেনি৷ খবর পেয়ে তিনি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যোগাযোগ করেন৷ যোগাযোগ করেন মন্ত্রী জাভেদ খানের সঙ্গেও৷ জাভেদ সাহেব সঙ্গে সঙ্গে জনিকে উদ্ধারের জন্য মালদা জেলা প্রশাসনকে নির্দেশ দেন৷ তাঁর নির্দেশের পরেই জনিকে উদ্ধারে ঝাঁপানো হয়৷ গতকাল রাত ১টা পর্যন্ত তল্লাশি চালিয়েও জনিকে উদ্ধার করা যায়নি৷ অবশেষে আজ ১১টা নাগাদ বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম তার মৃতদেহ উদ্ধার করেছে৷ ঘটনাকে ঘিরে ঝাড়খণ্ড সরকারের নিষ্ক্রিয়তায় এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছেন৷ তিনি বিষয়টি নিয়ে দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন৷


Commenti


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page