মাদক ও আগ্নেয়াস্ত্র সহ সিআইডির জালে দুই কারবারি
৮৬০ গ্রাম মাদক ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের মধ্যে একজন উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতদের আজ কালিয়াচক থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে সিআইডির একটি দল কালিয়াচক ১ ব্লকের নারায়ণপুর এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী একটি গোপন ডেরা থেকে ৮৬০ গ্রাম ব্রাউন শুগার একটি ৭ মিলিমিটারের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করে সিআইডি। ধৃতদের নাম একতারুল শেখ (২৩) ও ইসরাক আহমেদ (২৭)। একতারুল কালিয়াচকের নারায়ণপুরের বাসিন্দা। ইসরাকের বাড়ি উত্তরপ্রদেশের বেরিলি জেলার ভামোরা এলাকায়। ধৃতদের আজ কালিয়াচক থানার মাধ্যমে পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

মালদা জেলা সিআইডির এক আধিকারিক জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে আজ নারায়ণপুর গ্রামে অভিযান চালানো হয়েছিল৷ সাত মিলিমিটারের একটি পিস্তল ও ৮৬০ গ্রাম মাদক সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের একজন উত্তর প্রদেশের বাসিন্দা৷ ধৃতদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডাদের খোঁজ চালানো হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários