top of page

দুষ্কৃতীদের বাধা দেওয়ায় আক্রান্ত সিভিক ভলান্টিয়ার

সিভিক ভলেন্টিয়ারকে খুনের চেষ্টার অভিযোগ বৈষ্ণবনগরে। আহত সিভিক ভলান্টিয়ার বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায়।


আহত সিভিক ভলেন্টিয়ারের নাম মহম্মদ শহিদুর রহমান (৩০)। বাড়ি কালিয়াচক থানার কাশিমনগর মণ্ডলপাড়া এলাকায়। জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতো গতকাল রাতেও নওদা যদুপুর এলাকায় ডিউটি করছিলেন শহিদুর। গভীর রাতে ৭-৮ জন দুষ্কৃতী ব্যাংক লুটের চেষ্টা করে। সেই সময় শহিদুর বাধা দেওয়ার তাঁর মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। চিৎকারে লোকজন ছুটে এসে শহিদুরকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান শহিদুরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page