পড়ে পাওয়া মানিব্যাগ ছাত্রীকে ফিরিয়ে দিল সিভিক
কলেজ ছাত্রীকে হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক সিভিক ভলান্টিয়ার। পুলিশ প্রশাসনকে এভাবে পাশে পেয়ে খুশি ওই কলেজ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মালদা শহরের পোস্টঅফিস মোড় এলাকায়।
জানা গিয়েছে, মেদিনীপুরের এক কলেজ ছাত্রী তনয়া রায় মালদা কলেজে এসেছিলেন কিছু কাজের জন্য। পথে পোস্টঅফিস মোড় এলাকায় তাঁর মানিব্যাগ পড়ে যায়। সেই সময় কর্মরত এক সিভিক ভলান্টিয়ার কাজল মণ্ডলের নজরে আসে ওই মানিব্যাগ। কিছুক্ষণ পরেই ওই কলেজ ছাত্রী মানিব্যাগ খুঁজতে খুঁজতে পোস্টঅফিস মোড়ে এসে পৌঁছয়। ওই পড়ুয়াকে কিছু খুঁজতে দেখে ট্রাফিক কর্মীরা বুঝতে পারেন সম্ভবত ওই ছাত্রীর মানিব্যাগ খোয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ওই ছাত্রীর হাতে মানিব্যাগ তুলে দেওয়া হয়।
ওই কলেজ ছাত্রী জানান, মালদা কলেজ যাওয়ার পথে তাঁর মানিব্যাগটি সেখানে পড়ে যায়। তাঁর ব্যাগে নগদ চার হাজার টাকা, এটিএম কার্ড ও কিছু নথিপত্র ছিল। সিভিক ভলান্টিয়ারকে এভাবে পাশে পেয়ে খুশি তিনি।
[ আরও খবরঃ ইংরেজবাজারে স্কুল বাস উলটে আহত বহু পড়ুয়া ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments