গ্রাম্য বিবাদে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি কালিয়াচকে
ইদ উপলক্ষ্যে মেলা বসেছিল। সেই মেলায় হাঁড়িভাঙা খেলা চলছিল। সেই খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচক। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি, ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালানোর অভিযোগ কালিয়াচক-৩ নম্বর ব্লকের বীরনগর ১ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদ উপলক্ষ্যে নাসিরটোলা ও ছড়কাটোলা দুই গ্রামের মধ্যে মেলা বসেছিল। অভিযোগ, রাত একটা নাগাদ নাসিরটোলা গ্রামের সিরাজ শেখ রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই রাস্তাতেই হাঁড়িভাঙা খেলা চলছিল। তাই সিরাজকে ওই রাস্তা দিয়ে যেতে বাধা দেন ছড়কাটোলার লোকজন। এনিয়ে বচসায় জড়য়ে পড়েন দুই গ্রামের মানুষজন। এরপরেই দুই গ্রামের বিবাদে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলতে থাকে। হাঁসুয়া নিয়েও একে অপরের দিকে হামলা চালায় দুই গ্রামের মানুষ। ঘটনায় আহত হন আতাউর শেখ। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
[ আরও খবরঃ পর্যটকদের আকর্ষণ করতে হোম-স্টে গড়ার উদ্যোগ মালদায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments