পঞ্চায়েতে প্রধান ও সদস্যদের সংঘর্ষে উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে
গ্রামপঞ্চায়েত দফতরের ভেতরেই তৃণমূলের প্রধান ও দলেরই কয়েকজন সদস্যের সংঘর্ষে উত্তেজনা ছড়াল হরিশ্চন্দ্রপুরে। দু’পক্ষের অনুগামীরাই একে অন্যের উপরে লোহার রড, লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।
জানা গিয়েছে, টেন্ডারে অনিয়মের অভিযোগ তুলে, প্রধানের কাছে সেই অভিযোগ জানাতে গিয়েছিলেন দলেরই তিন সদস্য। অভিযোগ, সেই সময় প্রধান দলবল নিয়ে সদস্যদের উপরে হামলা চালান। পালটা হামলা চালিয়ে দফতরে ভাঙচুরের অভিযোগ উঠেছে সদস্যদের বিরুদ্ধেও। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর গ্রামপঞ্চায়েত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দুপক্ষের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আশায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
[ আরও খবরঃ শহরের জঞ্জাল পরিষ্কার হবে কীভাবে? প্রশ্ন বঙ্গরত্নের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários